২৪ ঘণ্টায় মৃত্যু আরো ১৬ জনের, সুস্থ ১৫৭৬ জন

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন।  এ নিয়ে সারাদেশে এ পর্যন্ত ৫ হাজার ৫৯৩ জন মারা গেলেন।  গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।  নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১৬৯টি।  আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪১১টি।  এখন পর্যন্ত ২১ লাখ ১২ হাজার ৪৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জন।  গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৬ জন।  এ পর্যন্ত ৫ হাজার ৫৯৩ জন মারা গেছেন।  আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৬ জন।  এখন পর্যন্ত সুস্থ ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন।
বুধবার (১৪ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৭৭.৬৭ শতাংশ এবং মারা গেছেন ১.৪৬ শতাংশ।  মৃত্যুবরণকারীদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৩ জন নারী।  এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৩০৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৮৮ জন।  বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ৯ জন, ৫১-৬০ বছরের মধ্যে ২ জন এবং ৪১-৫০ বছরের মধ্যে ৫ জন মারা গেছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহীতে একজন এবং খুলনায় ৩ জন।  ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৫ জন এবং একজন বাড়িতে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৭৮ জনকে।  বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৪২৭ জন।  ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৫২ জন।  এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৭১ হাজার ২১৩ জন।  এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৩ হাজার ৬৪০ জনকে।  প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৬৩৫ জন।  কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ১ হাজার ১১১ জন।  এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৫ লাখ ৩ হাজার ২৬০ জন।  এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৩৬০ জনকে।  বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪০ হাজার ১০০ জন।

ডিসি/এসআইকে/এমএসএ