জলাতঙ্ক রোগ প্রতিরোধে কাপ্তাইয়ে অবহিতকরণ সভা

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলায় জলাতঙ্ক নির্মূলে দিনব্যাপি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  জাতীয় জলাতঙ্ক কর্মসূচির আওতায় এতে ব্যাপক হারে কুকুরের দেহে টিকাদান (এম ডিভি) কার্যক্রম বিষয়ে আলোকপাত করা হয়।
সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্বে করেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী।  স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ভিত্তিক কন্ট্রোল প্রোগ্রাম রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) এ অবহিতকরণ সভার আয়োজন করেন।
সভায় আগামী ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে মরনব্যাধি জলাতঙ্ক নির্মূলে জাতীয় জলাতঙ্ক কর্মসূচির বাস্তবায়নে ব্যাপক হারে কুকুরের দেহে টিকাদান (এমডি ভি) কার্যক্রম উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখার এমডিভি সুপারভাইজার রাসেল খান ও রোগ নিয়ন্ত্রন শাখার সুপারভাইজার রাবাইতে রহমান রাবী।
এতে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন প্রমুখ।

ডিসি/এসআইকে/এমএ