মানিকছড়িতে জলাতঙ্ক রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মো. জাকির হোসেন, মানিকছড়ি প্রতিনিধি >>>
পার্বত্যজেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচি পালনে অবহিতকরণ সভা সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা’র সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী আমজাদ হোসেনে’র সঞ্চালনায় অবহিতকরণ সভায় অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, অফিসার ইনচার্জ আমির হোসেন, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ।
উপজেলার ৪টি ইউনিয়নে মোট ৪০ জন সদস্য জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান করবেন বলে জানান কর্তৃপক্ষ।
২০১০ সালে জলাতঙ্ক নির্মূলে কয়েকটি জেলায় কুকুরের মাঝে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করলেও বর্তমানে দেশের ৫৬টি জেলায় এই কার্যক্রম চলছে।
আয়োজকেরা জানান, ২০২২ সালে বাংলাদেশকে শতভাগ জলাতঙ্কমুক্ত দেশ ঘোষণার লক্ষ্যে স্বাস্থ্য অধিদফতর এই কর্মসূচি গ্রহণ করেছে।  কুকুরের মাঝে ভ্যাকসিন প্রদানে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্টরা।

ডিসি/এসআইকে/এমএসএ