বছরের প্রথমদিনে কমলো মৃত্যু-শনাক্ত

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
আজ ২০২১ সালের প্রথম দিন। সর্বশেষ ২০২০ এর ৩১ ডিসেম্বর সারাদেশে করোনায় মৃত্যুবরণ করেছিল ২৮ জন।  নতুন বছরেও এর ধারাবাহিকতা অব্যাহত আছে।  তবে বছরের প্রথমদিনে কমেছে মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা।  দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৫৭৬ জনে।  নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৯৯০ জন।  মোট শনাক্ত ৫ লাখ ১৪ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।  এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন।  আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৪ টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ১০৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  এখন পর্যন্ত ৩২ লাখ ৩৯ হাজার ৭০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ১৮ শতাংশ।  শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ১৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।  উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

ডিসি/এসআইকে/এমএসএ