একদিনে আরো ৭০৮৭ জন শনাক্ত, মৃত্যু ৫৩ জনের

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
করোনার সংক্রমণে প্রতিদিনই রেকর্ড ভাঙছে।  গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৭০৮৭ জন।  এটাই একদিনে সর্বোচ্চ।  এর আগে গত শুক্রবার শনাক্ত ছিল ৬৮৩০ জন।  দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে।
অন্যদিকে, ইতিহাস সৃষ্টিকারী এই ভাইরাসে মৃত্যুর মিছিলও বেড়ে চলেছে।  দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫৩ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২৬৬ জনে।  ২৪ ঘণ্টায় ২৭০৭ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ রবিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২২৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৪৯৩টি নমুনা সংগ্রহ এবং ৩০ হাজার ৭২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৪৭ লাখ ৮৩ হাজার ৩৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

ডিসি/এসআইকে/এমএসএ