চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
করোনা ভাইরাসে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে।  এনিয়ে মোট ৪০০ জনের মৃত্যু হলো।  এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪১৪ জন।
বুধবার (৭ এপ্রিল) বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে ২ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়।  নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৭৩ জন এবং উপজেলায় ৪১ জন।  এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হলেন ৪২ হাজার ৭১৫ জন।
এদিকে নগরের লালদীঘির পাড় সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় গড়ে তোলা ৫০ শয্যাার আইসোলেশন সেন্টারে শয্যাগুলোর মধ্যে ৩৫টি পুরুষ এবং ১৫টি নারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে।  যারা টিকা নিয়েছেন তাদের ইমিউনিটি তৈরি হয়েছে কিনা সেটা জানতে অ্যান্টিবডি টেস্ট করানোর কথা বলছেন চিকিৎসকরা।

ডিসি/এসআইকে/আরএআর