লকডাউনের তৃতীয় দিনেও রেকর্ড, ৬৩ জনের মৃত্যু, শনাক্ত সর্বোচ্চ ৭৬২৬

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলা ও এর সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশে চলছে লকডাউন।  লকডাউনের তৃতীয় দিনে এসেও দেশে করোনায় আক্রান্তের রেকর্ড সৃষ্টি হয়েছে।  গত ২৪ ঘণ্টায় ৭৬২৬ জনের আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে এই রেকর্ড সৃষ্টি হয়।  এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬৩ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৪৪৭ জনে।
সব মিলিয়ে দেশে মোট শনাক্ত ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে দাঁড়িয়েছে।  অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৩২৫৬ জন এবং এখন পর্যন্ত মোট ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  এতে আরো জানানো হয়, ২৩৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৬৮টি নমুনা সংগ্রহ এবং ৩৪হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  এখন পর্যন্ত ৪৮ লাখ ৮২ হাজার ৫৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক শূন্য ২ শতাংশ।  শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।।

ডিসি/এসআইকে/এমএসএ