প্রধানমন্ত্রীর করোনা তহবিলে পিএইচপি ফ্যামিলি-সাইফ পাওয়ারটেকের অনুদান

বিশেষ প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ২ কোটি টাকা করে অনুদান দিয়েছে দেশের অন্যতম বৃহত শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলি এবং বন্দরকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাধীন করোনা সহায়তা তহবিল ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্সে যথাক্রমে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।  গণভবনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে মুখ্য সচিব আহমেদ কায়কাউসের হাতে ২ কোটি টাকার চেক তুলে দেন।
গতকাল বৃহস্পতিবার (১০ জুন) এই অনুদানের চেক প্রদান করা হয়।  এ সময় পিএইচপি গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়ামের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেল ও পিএইচপির পরিচালক জহিরুল ইসলাম রিংকু সঙ্গে ছিলেন।  এর আগেরবারও পিএইচপি ফ্যামিলি ২ কোটি টাকা অনুদান দিয়েছিল প্রধানমন্ত্রীর করোনা তহবিলে।
একই সময় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর মেসার্স সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিনও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২ কোটি টাকার অনুদানের চেক মুখ্যসচিবের হাতে তুলে দেন।
ভবিষ্যতেও দেশের প্রয়োজনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তরফদার মো. রুহুল আমিন।

ডিসি/এসআইকে/আরএআর