দেশে করোনায় সর্বোচ্চ ১৪৩ মৃত্যু, শনাক্ত ৮৩০১

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
দেশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে।  যা একদিনের মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ।  এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন।  এ সংখ্যা এখন পর্যন্ত দেশের তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জনে।  মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।
গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছিল।  এরপর গতকাল ৩০ জুন ১১৫ জন মারা গিয়েছিলেন।
বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল বুধবার করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন ৮ হাজার ৮২২ জন।  যা এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।  একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১৫ জনের মৃত্যু হয়।  এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৫০৩ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।  এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

ডিসি/এসআইকে/এমএসএ