চট্টগ্রামের উপজেলাগুলোর অধিবাসীরা সিনোফার্মের টিকা পাবেন রবিবার

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
চট্টগ্রামে সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা যাচ্ছে রবিবার।  ওইদিন সকালে টিকাগুলো জেলা সিভিল কার্যালয়ে পৌঁছাবে।
 বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।  রবিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে টিকা বহনকারী গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছাবে।  সেন্ট্রাল কোল্ড স্টোরে রাখার পর টিকাগুলো উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে।
জানা গেছে, শনিবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো ফার্মাসেটিক্যাল লিমিটেডের ওয়ারহাউস থেকে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা হবে টিকা বহনকারী গাড়ি।  এরই মধ্যে এসব টিকা গ্রহণে কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, আগামি সপ্তাহ থেকে ফের গণ টিকাদান কার্যক্রম শুরু করার লক্ষ্যে টিকা প্রদানকারীদের প্রশিক্ষণ শুরু হচ্ছে শনিবার।  ওইদিন প্রতিটি টিকাদান কেন্দ্র থেকে আটজন করে প্রশিক্ষণ পাবেন, যা সরাসরি অনলাইনের মাধ্যমে দেবে স্বাস্থ্য অধিদফতর।

ডিসি/এসআইকে/আরএআর