ঈদের জামাত মসজিদে না খোলা জায়গায়, নির্ধারিত হবে স্থানীয়ভাবে

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
আসন্ন ঈদ-উল আযহার জামাত মসজিদ, ঈদগাহ না খোলা জায়গায় আয়োজন করা হবে- তা স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে নির্ধারণ করবেন।
চলমান বিধিনিষেধ শিথিল হওয়ার পরিপ্রেক্ষিতে ঈদ-উল আযহার নামাজের বিষয়ে নির্দেশনা দিয়ে মঙ্গলবার (১৩ জুলাই) জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
আগামি ২১ জুলাই (বুধবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা উদযাপিত হবে।  ঈদের দিন দু-রাকাত ওয়াজিব নামাজ আদায় করে থাকেন মুসলমানরা।
ঈদের জামাত আদায়ে ১২টি নির্দেশনা দেয়া হয়েছে জরুরি বিজ্ঞপ্তিতে।

ডিসি/এসআইকে/এমএসএ