আগামি মাসেই গণপরিসরে টিকাদান : স্বাস্থ্য অধিদফতর

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
আগামি অক্টোবর মাস থেকে আবারো গণপরিসরে টিকা কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।
সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, করোনা প্রতিরোধক ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে ১ কোটিসহ প্রতি মাসে নিয়মিত প্রায় ২ কোটি টিকা দেওয়া হবে।
গণমাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, গণহারে শুরু হতে যাওয়া এ টিকা কর্মসূচিকে আমরা গণটিকা বলছি না। তবে ব্যাপক আকারে আমরা এ টিকা দেব। তিনি আরো বলেন, দুই থেকে চার দিনের মধ্যেই আমরা জানাতে পারব কবে থেকে এই টিকা কার্যক্রম শুরু করতে পারব। নির্দিষ্ট কোনো তারিখ আপাতত বলতে পারছি না।
খুরশীদ আলম বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের বিকল্প বড় জায়গা খুঁজতে শুরু করেছি। সারাদেশের কোন উপজেলায় বড় অডিটোরিয়াম আছে, কোথায় খোলা জায়গা আছে, আমরা খুঁজতে শুরু করেছি। আশা করছি ২ থেকে ৩ দিনের মধ্যেই আমরা টিকা কেন্দ্র নির্ধারণ করতে পারব।
এবার সারাদেশে কোন টিকা দেওয়া হবে জানতে চাইলে স্বাস্থ্যের ডিজি বলেন, সারাদেশে এবারো সিনোফার্মের টিকাই দেওয়া হবে।

ডিসি/এসআইকে/এমএকে