সবাইকে খুঁজে বের করবো : স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
দক্ষিণ আফ্রিকা থেকে ইতোমধ্যে ২৪০ জন প্রবাসী দেশে এসেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, মোবাইলও বন্ধ। তবে কাউকে ছাড়া হচ্ছে না, খুঁজে বের করা হবে’।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী যাত্রীদের টেস্টিং ফ্যাসিলিটিস পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসা ব্যক্তিদের খুঁজে পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তাদের খুঁজে বের করতে স্থানীয় প্রশাসন কাজ করছে। এটা একমাস আগের কথা, তারপরও আমরা ছাড়ছি না, সবাইকে খুঁজে বের করবো’।
এ ব্যাপারে সরকার কঠোর হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘অনেকে দায়িত্বজ্ঞানহীন। তারা নিজের কথা ভাবে না, দেশের কথা ভাবে না। তারা হোটেল থেকে বের হয়ে গেছে। ঘোরা ফেরা করেছে। বাড়িতে চলে গেছে বলে জেনেছি। আমরা একটা কঠোর অবস্থানে যাবো’।
তিনি বলেন, ‘পাসপোর্ট আটকে রাখবো প্রয়োজন হলে। সামরিক বাহিনীর তদারকিতে রাখবো, আমাদের স্বাস্থ্য বিভাগ টপ সুপারভিশনে রাখবে। যে হোটেল থেকে বের হয়ে যাবে, সেই হোটেলকেও আমরা পেনালটিতে নিয়ে আসবো’।

ডিসি/এসআইকে/এমএসএ