চট্টগ্রামে আরও ৮৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৯ জনে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩১। নতুন ৮৮ জন নিয়ে জেলায় চলতি মাসে এক হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক হাজার ১৮০ জন নগরীর ও ৩৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডিসি/এসআইকে/আরএআর