আরও ৮১ ডেঙ্গু রোগী শনাক্ত চট্টগ্রামে

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় আরও ৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১০ জুলাই) সকাল ৮টার পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন তারা।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৮ জন চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ৯৪০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ জন।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে জুলাই মাসে ৩৭৬ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন চার জন। জুনে ২৮২ জন আক্রান্ত, মারা গেছেন ৬ জন। মে মাসে ৫৩ জন, এপ্রিলে ১৮ জন, মার্চে ১২ জন, ফেব্রুয়ারিতে ২২ জন এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিন জন’।

ডিসি/এসআইকে/এসইউআর