আনোয়ারায় দুই কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা

আনোয়ারা প্রতিনিধি >>> 
পুরো পৃথিবী আতংকে করোনা ভাইরাস নিয়ে। এই ভয়ংকর ভাইরাস প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে আগামি ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেও তা মানা হচ্ছে না।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী বাজারে খবর পেয়ে অভিযান চালিয়ে কোচিং সেন্টার খোলা থাকায় দুইটি কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। এসময় ওই দুইটি কোচিং সেন্টারকে বন্ধ করে দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদের সাথে এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের বলেন, পৃথিবীর আতংকের নাম এখন করোনা ভাইরাস। এই মারাত্মক ভাইরাস প্রতিরোধে সরকার শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রকার কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেও এই দু’টি কোচিং খোলা রাখায় তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা এবং বন্ধের নির্দেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, যেসব কোচিং সেন্টার নিয়ম অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ডিসি/এসআইকে/এমএম