করোনা সতর্কতায় ফটিকছড়িতে পিপিই ও লিফলেট বিতরণ

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির পক্ষ থেকে ১০০টি পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। এছাড়াও করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ ও করণীয় সম্পর্কিত লিফলেটও বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে নাজিরহাট ৫০ শয্যা হাসপাতালে ১০০টি পিপিই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম মো. আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সায়েদুল আরেফিন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) বাবুল আক্তার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস চৌধুরীসহ নাজিরহাট হাসপাতালে কর্মরত চিকিৎসকবৃন্দ।
এসব উপকরণ বিতরণকালীন সময়ে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, ‘আমাদের অনেক পিপিই প্রয়োজন। কোনো সহৃদয় ব্যক্তি যদি পিপিই দিতে চান তাহলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। পিপিই বিতরণ শেষে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট স্থানীয় সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়।

ডিসি/এসআইকে/এমজেইউ