আনোয়ারায় প্রবাসীদের বাড়িতে লাল পতাকা

আনোয়ারা প্রতিনিধি >>>
প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে গ্রামের লোকজনকে সতর্ক করতে আনোয়ারার রায়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বিদেশ ফেরত প্রবাসীদের বাড়ি ও জনসমাগম এলাকায় লাল পতাকা টাঙিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান জানে আলম। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে সচেতনতামূলক প্রচারণা ও লাল পতাকা লাগিয়ে লোকজনকে সতর্কতার সাথে নিরাপদে বাড়িতে অবস্থান করার পরামর্শ দেন।
জানা যায়, উপজেলার ৭৭১ জন বিদেশ ফেরত প্রবাসীদের মধ্যে রায়পুর ইউনিয়নে ৩৫ জন রয়েছেন। এদের মধ্যে ১৫ জনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হলেও বাকীরা এখনো হোম কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু তাদের মধ্যে অনেকেই আইন অমান্য করে এদিক-ওদিক ঘুরাফেরা করতে দেখা যায়। বৃহস্পতিবার (২৬ মার্চ) ইউপি চেয়ারম্যান জানে আলম স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে দক্ষিণ পরুয়াপাড়ার সোলেমান তাহেরী, উত্তর পরুয়াপাড়ার ওমান ফেরত মো. জামাল ও চুন্নাপাড়ার নুরুল আলমের বাড়িসহ প্রত্যেক প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে সরকারের নির্দেশনামতে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যান জানে আলম জানান, নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে বিদেশ ফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছি। সেই সাথে জনসমাগম এলাকায়ও লাল পতাকা টাঙিয়ে সতর্ক করেছি। সরকারের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডিসি/এসআইকে/জেএ