সীতাকুণ্ডে ইউএনও’র সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি >>>
করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এসেছেন। জনসাধারণকে সচেতন ও সতর্ক করার পাশাপাশি বিতরণ করছেন নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসব কর্মকাণ্ডে সমন্বয়সাধনের জন্য উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ও এডিশনাল ডিআইজি রোটারিয়ান মোহাম্মদ মুসলিম এর সাথে সীতাকুণ্ডের মানবিক ও সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (২৯ মার্চ) বিকাল চারটায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আপদকালীন ত্রাণ তহবিল গঠন করা হয়। সীতাকুণ্ড উপজেলায় সম্মিলিতভাবে কাজ করে প্রায় ১০ হাজার পরিবারের জন্য ৬০০ টাকা করে ৬০ লক্ষ টাকা ফান্ড গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাচাই-বাছাই করে ওয়ার্ডভিত্তিক প্রকৃত দুস্থ ও হতদরিদ্র পরিবারগুলোকে ত্রাণ বিতরণের ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে সাধারণ সম্পাদক লায়ন নাছির উদ্দিন মানিক ৩০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণের সহায়তা আশ্বাস প্রদান করেন। রোটারি ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারি ক্লাব অব চিটাগাং এর প্রেসিডেন্ট এডিশনাল ডিআইজি মো. মুসলিম তার সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ বরাদ্দের আশ্বাস দেন।
নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন গিয়াস উদ্দিন ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর পরিচালনা ও উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. আজিজুল হক, রোজ গার্ডেন একাডেমি ও কুমিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো. খোরশেদ আলম প্রমুখ।
সভায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. আজিজুল হক, লায়ন আলহাজ্ব মো. বেলাল হোসেনকে নিয়ে তিন সদস্যবিশিষ্ট হিসাব কমিটি গঠন করা হয়।

ডিসি/এসআইকে/এসজেএ