চন্দনাইশে দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি >>>
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চন্দনাইশ সদরস্থ শাহ আমিন মাজার প্রাঙ্গণে চন্দনাইশ পৌরসভার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকতে ঘরে থাকার কোনো বিকল্প নেই। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর গণমানুষের জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। ইতোমধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, পৌর আওয়ামী লীগের আহবায়ক কায়ছার উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরী, পৌরসভা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হামিদুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ মানিক, মোজাফফর আহমদ চৌধুরী, শেখ রাসেল চৌধুরী, মোরশেদুল আলম, মো. মাহবুব, মো. আব্দুল জলিল, মো. রাশেদ, মো. কাশেম, মো. জামিল, সায়মান প্রমুখ।

ডিসি/এসআইকে/এমএস