প্রতিদিন ৪ শতাধিক দিনমজুরকে রান্না করা খাবার দিচ্ছেন ড. মঞ্জু

নগর প্রতিবেদক >>>
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে আজ বিশ্ব কপোকাত। বিশ্বের ২০১ টি দেশ আজ আক্রান্ত এই ভয়াবহ চিকিৎসা ব্যবস্থাহীন কোভিড-১৯। এই মহামারি থেকে দেশের মানুষকে রক্ষা করতে অনেক অপ্রিয় উদ্যোগ নিচ্ছে রাষ্ট্রগুলো। কোথাও কোথাও কারফিউও জারি করা হয়েছে। চলছে লকডাউন। ইতোমধ্যে বিশ্বের সাড়ে ৭ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন অর্ধলক্ষের মতো। এই পরিস্থিতির শিকার থেকে বাদ জায়নি বাংলাদেশও। নানানভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশের মানুষের মধ্যে। ইতোমধ্যে সরকারি হিসেবে ৭৪ জনের আক্রান্ত হওয়া ও ৬ জনের মৃত্যু হওয়ার কথা বলা হলেও জ্বর, স্বর্দি, কাশি ও গলা ব্যথার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ২০ জনেরও বেশি। দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র, ঘর-বাড়িতে কোয়ারেন্টিনে আছেন সন্দেহজনক লাখো মানুষ। এই পরিস্থিতিতে বাংলাদেশে চলছে অঘোষিত লকডাউন।
এই লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য শ্রমজীবী মানুষ। দিনে রোজগার করে দিনের আহার জোটানো এসব মানুষ নিদারুণ কষ্টে পড়েছেন। দেখা দিয়েছে খাদ্য সংকট। এই সংকটকে মোকাবেলায় সমাজের সর্বস্তরের বিত্তমান মানুষেরা চেষ্টা করছেন এসব হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে। বিভিন্ন সামাজিক সংগঠনও চেষ্টা করছে কিছুুটা সহায়তা করতে। তাদেরই একজন চট্টগ্রাম নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। ওয়ার্ডের হতদরিদ্র পরিবারগুলোর খাদ্য সংকট লাঘবে দরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরণ করছেন নিত্যপণ্য সামগ্রী। পাশাপাশি নিজের ওয়ার্ড উত্তর কাট্টলীর পথে-প্রান্তরে থাকা শ্রমজীবী মানুষদের মাঝে বিতরণ করছেন রান্না করা খাবার।

ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে খাবার বিতরণ করেন ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জর পারিবারিক তহবিল থেকে প্রতিদিনই প্রায় ৪ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে এসব রান্না করা খাবার বিতরণ করছেন তিনি। এ প্রসঙ্গে উত্তর কাট্টলীর বাসিন্দা আবু সুফিয়ান দৈনিক চট্টগ্রামকে জানান, এখন সারাবিশ্বই দুর্যোগে পড়েছে। ছোট রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই দুর্যোগে বড় ধরণের পরীক্ষা দিচ্ছে। আমাদের ওয়ার্ডের দরিদ্র পরিবারগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদের পাশে কিন্তু আমরা কাউকে পাচ্ছি না। আমাদের ওয়ার্ড কাউন্সিলর তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিনই ৪ শতাধিক পরিবারকে খাবার বিতরণ করছেন। খাদ্য সহায়তা দিচ্ছেন কষ্টে থাকা পরিবারকে।
ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল চৌধুরী দৈনিক চট্টগ্রামকে জানান, এই দুঃসময়ে অনেকে ঘরে বসে থাকলেও আমরা পারি না। আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন মঞ্জুর নেতৃত্বে আমরা চেষ্টা করছি কষ্টে থাকা পরিবারগুলোকে কিছুটা সহায়তা করতে। কাউন্সিলর প্রতিদিন প্রায় ৪ শতাধিক শ্রমজীবী মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন যা ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। সামনে আরো বড় সংকট আসছে। এই মুহুর্তে আমাদের একটি জরুরি নাগরিক সহায়তা ফান্ড গঠন করা প্রয়োজন। আমরা চেষ্টা করছি.. দেখি কি করা যায়।
ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু দৈনিক চট্টগ্রামকে বলেন, আমি জনপ্রতিনিধি- এটা এই মুহুর্তে আমার মাথায় নেই। আমার এলাকার কোনো মানুষ না খেয়ে কষ্ট পাবে না। এটা আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। আমাদের যে সংকট চলছে তা মোকাবেলা করার সামর্থ আমাদের আছে। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা এই সংকট মোকাবেলা করছি। সবাইকে এই সময়ে দরিদ্র মানুষদের পাশে থাকা দরকার। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমার পারিবারিক উদ্যোগে যতটুকু পারছি.. ততটুকু করছি। এটাকে সমন্বয় করে আরো কিভাবে এই সহায়তা করা যায় তা নিয়েও চিন্তা-ভাবনা চলছে। আশা করি মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে হেফাজত করবেন।

ডিসি/এসআইকে/আইএস