থানচিতে হামের প্রাদুর্ভাব!

বান্দরবান প্রতিনিধি >>>
বান্দরবানের থানচিতে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। থানচি উপজেলার তংক্ষ্যং ও হেডম্যান পাড়ার হামে আক্রান্ত তিন শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর থেকেই বিষয়টি সামনে আসে। গত বুধবার বিকালে ভর্তিকৃত শিশুরা হলো উমংপ্রু মারমা, নুসাই মং মারমা, উম্যাসাইন মার্মা।
হেডম্যান পাড়ার মেয়ইসিং মারমা জানান, গায়ে ফোটা ফোটা কিছু উঠলে হাসপাতালে হটলাইন নাম্বারে ফোন দেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে নিয়ে যায় পাড়ার কয়েকজন শিশুকে।
তংক্ষ্যং পাড়ার ছোমং মারমা জানান, জ্বর, স্বর্দি ও শরীরে ফোটা ফোটা দাগ উঠলে হাসপাতালে ভর্তি করি। তবে শিশুদের হামের প্রাদুর্ভাব দেখা দেয়া অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ওয়াহিদুল জামান মুরাদ জানিয়েছেন, ভর্তি করা শিশুরা শঙ্কা মুক্ত। আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রাথমিক পর্যায়ে শিশুগুলো হামে আক্রান্ত বলে আমরা ধারণা করছি। তবে ভর্তি করা শিশুদের রক্ত পরীক্ষা শেষে নিশ্চিত করতে পারবো তারা হামে আক্রান্ত কিনা।

ডিসি/এসআইকে/এমএম