এমপির পক্ষে আনোয়ারায় ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বিত খাদ্য সামগ্রী বিতরণ

আনোয়ারা প্রতিনিধি >>>
আনোয়ারায় করোনাভাইরাস প্রতিরোধে ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ব্যক্তিগত সহায়তায় ৫ হাজার গরিব পরিবারের জন্য প্রদানকৃত খাদ্য সামগ্রী একযোগে বিতরণ করলেন উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০ টা থেকে ১১ ইউনিয়নের ৯৯ ওয়ার্ডের হতদরিদ্র শ্রমজীবী মানুষের ঘরে ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী বৃহস্পতিবার পূর্ব বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে এই বিতরণ কার্যক্রম শুরু করেন। ৯ ওয়ার্ডের ৪৫০ পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।
বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়নের ৪৫০ পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আনোয়ারা সদরের চেয়ারম্যান অসিম কুমার দেব জানান, বৃহস্পতিবার দুপুর থেকে তিনি ইউনিয়নের ৪৫০ পরিবারের মাঝে একযোগে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
একই ভাবে বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলেমান, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন হিরু, পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফসহ হাইলধর, বারশত ও জুঁইদন্ডি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, ১১ ইউনিয়নের চেয়ারম্যান, সকল ইউপি সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ গ্রাম পুলিশ সদস্যরা।

ডিসি/এসআইকে/জেএ