আনোয়ারায় নিজ এলাকার মানুষের পাশে ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি >>>
করোনা ভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত আনোয়ারার শ্রমজীবী মানুষদের দেখতে গেলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। এসময় তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আপনারা সরকারের নির্দেশনা মেনে চলুন। ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন। সব ধরণের বিপদে আমি আপনাদের পাশে থাকব। আমি ইতোমধ্যে সরকারের পাশাপাশি আনোয়ারা কর্ণফুলীর ক্ষতিগ্রস্ত অসহায় সাড়ে ৭ হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা দিয়েছি। আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে। আপনারা ঘরে বসে মহান আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবেন।
তিনি বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে চাতরী, বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমচড়া, বারখাইন, হাইলধর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে দেখা করার সময় এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াছিন হিরো, জানে আলম, শাহাদাত হোসেন চৌধুরী, মো. সোলেমান, হাসনাইন জলিল চৌধুরী শাকিল, অসিম কুমার দেব, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, মোহাম্মদ ইদ্রিছ, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব অ্যাড. ইমরান হোসেন বাবু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরুল আবছার তালুকদার।
পরে ভূমিমন্ত্রী উপজেলার ছৈয়দকুচাইয়া এলাকায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেখতে যান এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।

ডিসি/এসআইকে/জেএ