ঘরে বসে শবে বরাতে ইবাদত করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।- ফাইল ছবি

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষায় শবে বরাতে ঘরে বসে ইবাদত করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করতে রবিবার (৫ এপ্রিল) সকালে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের শবে বরাত সামনে। সেই সময় আমি বলব ঘরে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করুন। আমাদের বরাতটা যেন আল্লাহ ভালো রাখে এবং দেশে মানুষ যেন আর্থ-সামাজিকভাবে এগিয়ে যেতে পারে আর এই মহামারীর হাত থেকে যেন বাংলাদেশের জনগণসহ সারা বিশ্ববাসী মুক্তি পায়’।
আগামি ৯ এপ্রিল রাতে শবে বরাত পালন করবে বাংলাদেশের মুসলমানরা। ইসলামের দৃষ্টিতে পবিত্র এই রজনীতে মসজিদে গিয়ে ইবাদত করা হয়ে থাকে।
সংবাদ সম্মেলনে দেশবাসীকে স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিয়ম নীতি মেনে চলুন। সেটাই আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করেন’।
আগামি ১৪ এপ্রিল বাংলা নববর্ষও ঘরে বসে উদ্যাপন করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘এই নববর্ষ সকলে ঘরে বসে উদ্যাপন করেন নিজের মতো করে। সেখানে আপনারা অথবা মিডিয়ার মাধ্যমে আপনারা উদ্যাপন করতে পারেন। আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা যা কিছু সব মিডিয়ার মাধ্যমেই হবে’।
নভেল করোনাভাইরাস মহামারীতে ছোঁয়াচে এই রোগের বিস্তার ঠেকাতে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশেই মসজিদ বন্ধ করা হয়েছে। বাংলাদেশে মসজিদ বন্ধ না হলেও উপস্থিতি সীমিত রাখার আহ্বান জানিয়ে আসছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে মহামারী ঠেকাতে সরকারের ঘরে থাকার নির্দেশনার উল্লেখ করে বলা হয়েছে, ‘এই সঙ্কটকালীন পরিস্থিতিতে দেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে নিজ নিজ বাসস্থানে বসে পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে’।

ডিসি/এসআইকে/এসজেপি