আনোয়ারায় করোনা পরীক্ষা, ২ জনের রিপোর্ট নেগেটিভ

আনোয়ারার প্রতিনিধি >>>
আনোয়ারা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি এড়াতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা নমুনা সংগ্রহকারী দুইজনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে। গত ২ এপ্রিল আনোয়ারা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের রিপোর্ট চট্টগ্রামের ফৌজদারহাটে করোনাভাইরাসের বিশেষ চিকিৎসা কেন্দ্র বিআইটিআইডি এতে পাঠায়।
গত শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিলপুর গ্রামের আরো ২ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানা যায়। হোম কোয়ারেন্টিনে পাঠানো ব্যক্তিরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা চন্দনাইশে সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত এক আত্মীয়ের জানাজায় অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
আনোয়ারা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহেদ মোহাম্মদ সাইফুদ্দিন জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটে করোনাভাইরাসের বিশেষ চিকিৎসা কেন্দ্র বিআইটিআইডি এ পাঠানো হলে গত শনিবার সন্ধ্যায় তাদের রিপোর্ট পাওয়া যায়। এতে তাদের নেগেটিভ রিপোর্ট এসেছে। তাই তাদের ভয়ের কোনো কারণ নেই। তবে সবাইকে সাবধানে থাকতে হবে।

ডিসি/এসআইকে/জেএ