চন্দনাইশের জনগণের জন্য বিশেষজ্ঞ টেলি মেডিসিন সেবা চালু

চন্দনাইশ প্রতিনিধি >>>
চন্দনাইশ ডক্টরস সোসাইটির পক্ষ থেকে চন্দনাইশের সাধারণ জনগণের জন্য বিশেষজ্ঞ টেলি মেডিসিন সেবা চালু করা হয়েছে। সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘরে থাকুন, সুস্থ থাকুন- এই প্রতিপাদ্যে চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে শুধুমাত্র চন্দনাইশবাসীর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ টেলি মেডিসিন সেবা প্রদান করবেন। প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই সেবা প্রদান করা হবে। তারা অন্যসময়ে এই নাম্বারগুলোতে ফোন না করার জন্যও অনুরোধ করেন। যার যে বিষয়ে সমস্যা সে বিষয়ের চিকিৎসকের সাথে যোগাযোগেরও অনুরোধ জানানো হয়।
জানা গেঝে, ডক্টরস সোসাইটির উদ্যোগে চালুকৃত টেলিমেডিসিন সেবাগুলো নিতে যেসব ফোন নাম্বার দেয়া হয়েছে সেগুলো হচ্ছে- হৃদরোগ বিষয়ে ডা. শেখ মামুন (০১৯৪২২৭৮২২০), ডা. আফতাব এ দ্বীন (০১৮১৯- ৩৮৯৫১২), ডা. এস এম মুইজ্জুল আকবর চৌধুরী ও ডা. মোস্তাফিজুর রহমান (০১৮২৩- ০৫০৭২০), মেডিসিন চিকিৎসকেরা হলেন- অধ্যাপক ডা. আব্দুস সাত্তার (০১৮১৯-৩৩৭৫৫৯), ডা. কাজী মো. আবরার হাসান (০১৮১৯-৬১৩২৫১), ডা. মো. মইনুদ্দিন চৌধুরী (০১৭১১৩৬৯৯৭৪), ডা. রবিউল আলম (০১৭১১১২৯৭৯৮), ডা. মো. নাসির উদ্দিন (০১৭১৭৪২২৮৮৮) এবং ডা. কুতুব উদ্দিন (০১৮১৯৩৮৬৬২৪)। নাক, কান ও গলা রোগ সম্পর্কিত চিকিৎসকবৃন্দ হচ্ছেন- অধ্যাপক ডা. আব্দুল আলীম (০১৭১৫৯০০৯০১), ডা. সুপ্রণ বিশ্বাস (০১৭১৭৭৩০০২০৬)। চক্ষু রোগ বিষয়ে সেবা পেতে ডা. শাহাদাত হোসেন (০১৮১৯৩৯১৬৫২) ও ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরীর (০১৮১৯১৭৩৯৯৭) সাথে যোগাযোগ করতে হবে। ইউরোলজী বিভাগে ডা. মফিজুর রহমান (০১৮২৩-০৫০৭২০),
নিউরোমেডিসিন বিভাগে ডা. মো. আবু তৈয়ব (০১৭১২১৯৬৯৭৬), নিউরো সার্জারী বিভাগে অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী (০১৮১৯০১৯৪১৫) এবং ডা. মাহফুজুর রহমান (০১৮১৯৬৪৬০৪২), শিশুরোগ বিষয়ে ডা. মঞ্জুর মোরশেদ (০১৮১৮৭৭২৮৫০), স্ত্রী রোগ ও প্রসূতি বিষয়ক ডা. বিশাখা ঘোষ (০১৭৬৮৭৪৮৪০), ডা. লতিফা জামান আইরিন (০১৮১৬০৩১০০৭), এবং জরুরি সেবা নিতে ডা. শাহীন হাসান চৌধুরী (০১৭১১-১২৯২৩৫), ডা. শুভাশিস তালুকদার (০১৯১১৮৮২২৩২), ডা. মেসবাহ উদ্দিন তুহিন (০১৮১৯৩৭৮৩৮৩), ডা. ফয়সাল কবির রজার্স (০১৭৩৭৭৮৫৯৩৯), ডা. দেবাংকুর সরকার প্রাচী (০১৭৫৪৯৫৯৪৩২) কে ফোন দিতে অনুরোধ করা হয়।

ডিসি/এসআইকে/এমএসইউ