আনোয়ারায় স্বেচ্ছায় বাড়ি লকডাউন করছেন এলাকাবাসী

আনোয়ারা প্রতিনিধি >>>
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্বেচ্ছায় নিজ নিজ বাড়ি লকডাউন করছেন এলাকার সচেতন জনগণ। মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে সরকারের পাশাপাশি নিজেদের দায়িত্ববোধ থেকে গত সোমবার থেকে এ উদ্যোগ নেয় তারা। এর মধ্যে রয়েছে উপজেলার বটতলী ইউনিয়নের ছিরাবটতলী গ্রামের কাজী বাড়ি, মুকিম আলী নাজির বাড়ি, বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা, বৈরাগ ইউনিয়নের খাঁন বাড়ি সড়কসহ কয়েকটি বাড়ি। যদিও এসব এলাকায় এখনো করোনা উপসর্গ দেখা দেয়নি, তার পরও আগাম সতর্কতা হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান এলাকাবাসী।
জানা গেছে, আনোয়ারায় এখনো পর্যন্ত করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ২ জনের করোনা নমুনা সংগ্রহ করলেও তাদের ফলাফল নেগেটিভ আসে। কিন্তু গত রবিবার (৫ এপ্রিল) রাতে শ্বাসকষ্টে উপজেলার শিলাইগড়া এলাকার একজন যুবক চট্টগ্রাম মেডিকেলে মারা গেলে এলাকায় করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়ে। পরে তার করোনা নমুনায়ও নেগেটিভ আসে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি দেখে এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় জনগণ অনেকটা সচেতন হয়। বিভিন্ন এলাকায় লোকজন নিজে এবং পরিবারকে বাঁচাতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
মঙ্গলবার (৭ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বটতলী, বৈরাগ, বারখাইন ও বারশতে নিজেদের বাড়ি সমাজের লোকজন নিজেরাই লকডাউন করে দিচ্ছে। অনেক বাড়ির সামনে গাছের ডাল ফেলে বহিরাগত লোকজনকে প্রবেশে নিষেধ করে নোটিশ টাঙানো হয়েছে। আবার কেউ কেউ জীবাণুনাশক ওষুধ দিতে দেখা গেছে।
ছিরাবটতলী এলাকার কাজী রেজাউল জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজেদের রক্ষা করতে আমরা সমাজের লোকজন নিজেদের বাড়ি লকডাউন করে দিয়েছি। ফলে এ বাড়িতে বহিরাগত কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং একান্ত প্রয়োজন ছাড়া নিজেরাও বাহিরে যাচ্ছি না।
বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী জানান, সচেতন গ্রামবাসী নিজেদেরকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এখন যার যার অবস্থান থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। নিজেরাই সচেতন না হলে এ মহামারি থেকে রক্ষা পাওয়া কঠিন হবে। এলাকাবাসীর এ ধরণের কাজকে সাধুবাদ জানাই। তবে কারো যেন ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে সবাইকে।

ডিসি/এসআইকে/জেএ