কঠোর পদক্ষেপেও জনসমাগম কমানো যাচ্ছে না কক্সবাজারে

সামাজিক দুরত্বের বালাই নেই ফিশারিঘাটে।

ফারুক রিয়াদ, কক্সবাজার থেকে >>>
কক্সবাজারে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ করার পরেও থামানো যাচ্ছে না জনসমাগম। প্রধান সড়কগুলো অনেকটা ফাঁকা থাকলেও থেমে নেই এলাকা এবং গলির আড্ডা। পাড়ায় পাড়ায় জমিয়ে আড্ডা দিচ্ছেন স্থানীয় ছোট-বড় বিভিন্ন শ্রেণির মানুষ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরেও যথাযথ ফলাফল মিলছে না।
কক্সবাজার শহরের জনবহুল এলাকা মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারিঘাট। প্রতিদিন কম হলেও ১৫ থেকে ২০ হাজার মানুষের আনাগোনা এই ফিশারীঘাটে। এই ঘাটকে করোনা ঝুঁকির রেড জোন হিসেবে চিহ্নিত করা হলেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দিনের একটি নির্দিষ্ট সময়ে এখানে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু তাতেও মানা হচ্ছে না করোনা প্রতিরোধ স্বাস্থ্যবিধি।
শত-শত মানুষ জড়ো হয়ে চলছে মৎস্য কেনাবেচা। যাদের আনেকেই জানেন না লকডাউন কি। করোনা ভাইরাস কিভাবে মানুষের দেহে ছড়ায়।স্থানীয় আমির আলী নামের এক মৎস্য ব্যবসায়ি দৈনিক চট্টগ্রামকে জানান, সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক অনেক কার্যক্রম পরিচালনা করেছেন এবং করে যাচ্ছেন। কিন্তু বেশীর ভাগ মানুষ নিম্ন আয়ের হওয়ায় কেউ এসব মানছেন না বলে দাবি করেন তিনি। তিনি আরো জানান, বেশির ভাগ জেলে সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ সহায়তা পায়নি। তাই তারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়ছেন জীবিকার তাগিদে।

ডিসি/এসআইকে/এফআর