স্কুল মাঠে স্থানান্তরিত আনোয়ারার কাঁচা বাজার

আনোয়ারা প্রতিনিধি >>>
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে এবার কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে খোলা মাঠে। আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয় কাঁচাবাজার। প্রতিদিন সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ক্রেতা-বিক্রেতারা বেচাকেনা করতে পারবেন বলেন জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী।
উপজেলা সদরে অবস্থিত জয়কালীহাট এ অঞ্চলের বৃহৎ বাজার হওয়ায় স্থানীয়দের জন্য বাজারটি বেশ গুরুত্বপূর্ণ। তাই এ বাজারে ক্রেতাদের ভীড়ও বেশি। প্রশাসন চেষ্টা করেও করোনাভাইরাস প্রতিরোধে এই বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারছিলনা। তাই স্কুল মাঠে বাজারটি স্থানান্তর করা হয়। এখানে সামাজিক দূরত্ব বজায় রেখেই লোকজন চলাফেরা ও কেনাকাটা করছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী দৈনিক চট্টগ্রামকে বলেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে এ বাজারটিতে ক্রেতা সাধারণের ভীড় লেগেই থাকে। তাই জনসমাগমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সপ্তাহের প্রতিদিনই এখানে বাজার বসবে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ দৈনিক চট্টগ্রামকে বলেন, করোনা প্রতিরোধে ভীড় এড়াতে আনোয়ারা জয়কালীহাট বাজারটি স্কুল মাঠে সরিয়ে নেয়া হয়েছে। প্রতিটি দোকানের চারপাশে ১৫ ফুট জায়গা ফাঁকা রেখে এখানে বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। দোকানগুলোও নিরাপদ দূরত্বে বসানো হয়েছে। তিনি আরো বলেন, জনসমাগম হলে বা কেউ সামাজিক দুরত্বের নির্দেশনা ভঙ্গ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে তাৎক্ষণিকভাবেই। আমরা সাধারণ মানুষদেরও সচেতন করছি। বাজার করতে আসা ক্রেতারা যেন দ্রুত কেনাকাটা শেষ করে হাট ত্যাগ করেন সে জন্যও নজরদারি চালাচ্ছে প্রশাসন। পর্যায়ক্রমে উপজেলার সতল বাজার বিভিন্ন স্কুল, কলেজ বা খোলা মাঠে নিয়ে আসার চেষ্টা চলছে। আর সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি/এসআইকে/জেএ