পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘রাতে পদ্মা নদীতে কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার প্রকোপ কেটে গেলে সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয়’।
তিনি বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ পাঁচ শতাধিক যানবাহন।  একই অবস্থা রাজবাড়ি জেলার দৌলতদিয়া ঘাটেরো। যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে যাত্রীবাহী গাড়ি এবং জরুরি ও পচনশীল পণ্যবাহীগুলোকেট অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। এ কারণে ঘাটে আটকা পড়ছে পণ্যবাহী ট্রাকগুলো।  আটকে পড়া ট্রাকগুলোকে পাটুরিয়া ট্রাক টার্মিনালে রাখা হয়েছে এবং বেশ কিছু ট্রাককে পাটুরিয়া ঘাট থেকে ছয় কিলোমিটার দূরে মহাসড়কে সাড়িবদ্ধভাবে রাখা হয়েছে। গাড়ির চাপ কমলে পর্যায়ক্রমে আটকে পড়া ট্রাকগুলোকে পার করা হবে।

 

ডিসি/এসআইকে/এমএস