রয়েছেন তরিকত নেতাও : ভূজপুর ও নগরী থেকে ৩৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

ফটিকছড়ি প্রতিনিধি >>>
উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ এক তরিকত নেতাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে ইউনিয়নের সিংহরিয়া গ্রামে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার নাম তাপস চন্দ্র বাবু (৪৮)। তিনি ওই গ্রামের বিজন চন্দ্র বাবুর ছেলে। গত ইউপি নির্বাচনে তিনি তরিকত ফেডারেশনের হয়ে ভূজপুর ইউপিতে ফুলের মালা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। তবে অল্প ভোটের ব্যবধানে তিনি হেরে যান। তরিকতের নেতা হিসেবে এলাকায় তার ব্যাপক প্রভাব রয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আমাদের পুলিশের সহায়তায় ডিবি পুলিশের একটি দল তার বসতঘরে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।                                                    এছাড়াও চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে আরো ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ইয়াবার চালানে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশাসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি’র নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মো. আইয়ুব (৫৫), মো. দিদার হোসেন (২৮), তাপস সরকার (২২)।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ইয়াবা পাচার দলের সক্রিয় সদস্য। তারা টেকনাফ এলাকা হতে বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে কম মূল্যে ইয়াবা ক্রয় করে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল। গোপন তথ্যে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে চারজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় এবং ভূজপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

ডিসি/এসআইকে/এমজেইউ