গণতন্ত্র পুনরুদ্ধারে স্থানীয় সরকারসহ উপ-নির্বাচনে যাবে বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
স্থানীয় সরকারসহ সব উপনির্বাচনের অংশ নেওয়ার কথা জানিয়েছে বিএনপি।  সোমবার (৭ সেপ্টেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমাদের বরাবরই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশ নেয়ার।  শুধু কোভিড-১৯ এর কারণে গত দু’টি উপনির্বাচনে (যশোর ও বগুড়া) যোগ দিয়েও পরবর্তীকালে প্রচারণায় যাইনি, আমরা সরে দাঁড়িয়েছি।  উপজেলা নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করবো সে সিদ্ধান্তই আছে’।
তিনি বলেন, সে অনুযায়ী আমরা ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৫ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে অংশ নেব।  আগামি ১০ তারিখে নমিনেশন ফরম বিক্রি করা হবে।  ১২ তারিখে পার্লামেন্টারি বোর্ড সাক্ষাৎকারে বসবে প্রার্থী চূড়ান্ত করার জন্য।
তিনি জানান, আজ দেশে গণতন্ত্রের কোনো অংশই অক্ষত নেই।  তাই গণতন্ত্র পুনরুদ্ধারে স্থানীয় সরকারসহ সকল উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে।  জনগণের ভোটের অধিকার যে নেই, সেটিই আমরা প্রমাণ আগেও করেছি, সব সময় করবো।  বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে বলেই সকল কার্যক্রমে অংশ নিচ্ছে।

ডিসি/এসআইকে/এমএসএ