ছাত্রলীগ নেতা আবুল খায়ের’র ২৭তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
নির্মমভাবে দুর্বৃত্তদের গুলিতে নিহত ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহীদ আবুল খায়েরের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ আবুল খায়ের স্মৃতি সংসদের উদ্যোগে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় শহীদ আবুল খায়ের স্মৃতি সংসদ হলে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়।  এর আগে শহীদ আবুল খায়েরের কবরে ফটিকছড়ি আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ, আমতল একতা যুব সংঘ ও শহীদ আবুল খায়ের স্মৃতি সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে তার মাগফিরাত কামনা করা হয়।
স্বরণ সভায় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ি পৌরসভা মেয়র মো. ইসমাইল হোসেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. সরোয়ার উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, মো. নুরুল হাকিম, মো. মোবারক হোসেন, মো. জহুরুল ইসলাম, মো. গণি আহমদ, মো. আবুল বশর, মো. জহির উদ্দিন, মো. হেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল উদ্দিন, ফটিকছড়ি পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজম খান, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সোয়াইব, শহীদ আবুল খায়ের স্মৃতি সংসদের সভাপতি মো. আলাউদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক মো. কাজী সাইফুদ্দিন ও অন্যান্য সদস্যরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুবার্ষিকীদে আবুল খায়েরের কবর জেয়ারত করেন বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২৩ সেপ্টেম্বর নিহত আবুল খায়ের’র বড় ভাইয়ের বিদেশ যাত্রার সময় তাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিতে যায় নিহত আবুল খায়ের, মো. জানে আলম জাহাঙ্গীর, মো. মোবারক হোসেন।  এয়ারপোর্ট থেকে ফেরার পথে হাটহাজারী উপজেলার মুহুরী হাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারায় আবুল খায়ের।

ডিসি/এসআইকে/এমজেইউ