জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মোদির


দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
দুদিনের সফরে ঢাকায় আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।  আজ শুক্রবার (২৬ মার্চ) দুপুরের দিকে ভারতের প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।  এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।  বিউগলে বাজানো হয় করুণ সুর।  পরে ভারতের প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।  এর আগে সকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে ঢাকায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি।
বিমানবন্দরে মোদিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এসময় ভারতের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।  স্বাগত জানানো হয় ২১ বার তোপধ্বনি দিয়ে।  পরে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে শেখ হাসিনা অভ্যর্থনা মঞ্চে পৌঁছালে তিন বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার দেয়।  এরপর মোদিকে মন্ত্রিপরিষদের সদস্য ও তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী।
এদিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।  বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।  করোনাকালে ভারতের প্রধানমন্ত্রীর এটাই প্রথম বিদেশ সফর এবং তার গন্তব্য প্রতিবেশি বাংলাদেশ।
ওই সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, মোদির সফরে অন্তত ৬টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে।  তবে কোনো চুক্তি হচ্ছে না।  সফর বিষয়ে একটি যৌথ ঘোষণা সই হবে, যাতে আগামি পথ চলার নির্দেশনা থাকবে।  সফরকালে মুজিবনগর স্বাধীনতা সড়ক, ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন সার্ভিস, বঙ্গবন্ধু-বাপু মিউজিয়াম উদ্বোধন হবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে এসব উদ্বোধন করবেন।  ভারতের সরকার প্রধানের সফরে কানেকটিভিটি, বাণিজ্য, কোভিড প্রতিরোধ, পানি বণ্টন, সন্ত্রাসবাদ মোকাবিলা, বিদ্যুৎ সহযোগিতা ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।  দুদিনের সফরের দ্বিতীয় দিনে ২৭ মার্চ সাতক্ষীরা ও গোপালগঞ্জ যাবেন মোদি।  তিনি সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরে প্রার্থনা করবেন।  একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করবেন।  সাতক্ষীরা সফর শেষে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন।  সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।  টুঙ্গিপাড়ায় তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সেখান থেকে কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করবেন।  এই মন্দির পরিদর্শন শেষে মতুয়া সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় করবেন।  সেখান থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন।  ওই দিনই তার দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

ডিসি/এসআইকে/এমএসএ