আরো কঠোর কর্মসূচি দেয়া হবে : সংবাদ সম্মেলনে বাবুনগরী

হাটহাজারী প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী।  এছাড়াও নিহত হেফাজত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।  দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচিরও হুমকি দেন হেফাজতের আমীর।
রবিবার (২৮ মার্চ) বিকাল ৩ টায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জুনায়েদ বাবুনগরী বলেন, শুক্রবার জুমার নামাজের পর হেফাজত নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল।  এ সময় কোনো উসকানি ছাড়াই পুলিশ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া হেফাজত নেতা-কর্মীদের ওপর গুলি ছোড়ে।  হেফাজত নেতা-কর্মীদের ওপর এই পুলিশি হামলায় হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন।  এ ঘটনায় আমরা তাকে প্রত্যাহারের দাবি করছি।  তাকে প্রত্যাহার করে নিতে হবে।
তিনি আরও বলেন, হাটহাজারীতে চার জনসহ এ পর্যন্ত সারা দেশে ১৬ জন হেফাজত নেতা-কর্মী মারা গেছেন।  এসব ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।  যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।  আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।  গত দু’দিনে যাদের গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।  অন্যথায় হেফাজতে ইসলাম সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।  সারা দেশের হেফাজত নেতা-কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে এসব কর্মসূচি দেওয়া হবে।
হরতাল কর্মসূচি সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে জুনায়েদ বাবুনগরী বলেন, অনেক দিন পর দেশে হরতাল কর্মসূচি পালিত হয়েছে।  দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হেফাজতে ইসলামের এই কর্মসূচি সফল হয়েছে।  যারা মাঠে থেকে হরতাল কর্মসূচি সফল করেছে, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।

ডিসি/এসআইকে/এমএমইউএম