৯ দিনের রিমান্ডে বাবুনগরীর ব্যক্তিগত সহকারী

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকীর দুই মামলায় ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  বুধবার (২৬ মে) বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের আদালত রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, হাটহাজারী থানার ২৮(০৪)২১ মামলায় ইনামুল হাসান ফারুকী ৪ দিনের রিমান্ডে ছিলেন।  পুনরায় একই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিন মঞ্জুর করেন।  হাটহাজারী থানার ৫২(০৩)২১ মামলায় ১০ দিনের আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মাসুম বাংলানিউজকে জানান, ৪ দিনের রিমান্ড শেষে আজ (বুধবার) আদালতে তোলা হয় ইনামুল হাসান ফারুকীকে।  সম্প্রতি হাটহাজারীতে নাশকতায় দুই মামলায় ইনামুল হাসান ফারুকীর রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে দুই মামলায় ৯ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, একই আদালতে হাটহাজারী থানার ৫২ (০৩)২১ মামলায় জিয়াউর রহমান ফারুকী নামে এক হেফাজত নেতা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
শনিবার (২২ মে) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালত ইনামুল হাসান ফারুকীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  শুক্রবার (২১ মে) রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করে র্যা ব-৭।  ফারুকী হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।  হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলার আসামি ফারুকী।  এ ছাড়া হাটহাজারী থানায় ভাংচুর ও ভূমি অফিসে অগ্নিসংযোগের মামলার আসামিও তিনি।

ডিসি/এসআইকে/আরএআর