নির্বাচনের আগের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত : ইইউ

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ মঙ্গলবার (১১ জুলাই) সকালে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান রিকার্ডো চেলেরি সাংবাদিকদের এ তথ্য জানান।
রিকার্ডো চেলেরি বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের আমন্ত্রণে দুই সপ্তাহের সফরে এসেছি। প্রাক-নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাব। তার ভিত্তিতে আগামি নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না, সেই সিদ্ধান্ত হবে’।
এদিকে এই বৈঠকের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘মিস্টার রিকার্ডো যেটা বলেছেন, ওটাই আমার বক্তব্য’।
বৈঠকে প্রধান সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইইউর প্রতিনিধিদলে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ পাঁচজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচনের আগে অবস্থা পর্যবেক্ষণ করতে ১৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে। গত শনিবার প্রতিনিধিদলটি ঢাকায় আসে।

ডিসি/এসআইকে/এমএসএ