আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিকী পালিত

আরাফাত রহমান কোকো’র স্মরণসভায় বক্তব্য রাখেন জাফরুল ইসলাম চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তির >>>
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কণিষ্ঠ সন্তান, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আরাফাত রহমান কোকো’র ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে হযরত শাহ্ আমানত (রহ.) এর মাজার মাঠ প্রাঙ্গণে খতমে কোরআন, দোয়া মাহফিল, জেয়াফত শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, আরাফাত রহমান কোকো একজন সৎজন ব্যক্তি ছিলেন। ক্রীড়াঙ্গণে তার অবদান চিরস্মরণীয়। ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে দেশের বিদেশে মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অল্প বয়সে কোকো এদেশের মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। কোকো আমাদের মাঝে আর ফিরে আসবেন না; কিন্তু তার স্মৃতি আমাদের মাঝে আজীবন রয়ে যাবে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী, অ্যাড. নুরুল ইসলাম, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ হাসান চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ মঞ্জু, মোজাম্মেল হক, নুরুল ইসলাম, ওসমান সিকদার, শওকত ওসমান, কামাল, জেলা ছাত্রদল নেতা ওয়াহেদ সুমন, নুরুল কবির রানা, এসএম আবু তৈয়ব, মো. হোসেন, মো. হাসান, নিজাম উদ্দিন, বেলাল ইসলাম, লোকমান উদ্দিন, শাহেদ মোস্তফা, আলমগীর খান, আমান উল্লাহ বাবু, আশেকুর রহমান, মনছুর আলম, শোয়েবুল ইসলাম, এনামুল হক, মোরশেদ হোসান, এম মনসুর আলম, আলফাজুর রহমান আরিফ, মো. হৃদয়, ফরহাদ হোসেন, মো. রিফাত, শাহ নেওয়াজ মন্টু, রবিউল, সালাহউদ্দিন জাহেদ, কাজী ইগলু, ফরহাদ, রুবেল, সাকিব, মোরশেদ, আবসার, নুর শাহেদ খাঁন, ইমন, নয়ন, মো. ইসহাক, সাকিবুল ইসলাম, হাবিবুল ইসলাম, শফিউল, ছোটন, ফোরকান, আরিফ, হিরু, সাজ্জাদ, এমদাদ, আরফাত প্রমুখ।
এর আগে আরাফাত রহমান কোকো’র বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ্ আমানত (রহ.) এর মসজিদের ইমাম।

ডিসি/এসআইকে/এসজেপি