সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও ডামি : রিজভী

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
উপজেলা নির্বাচনে অংশ না নিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে আজ রবিবার (৫ মে) রাজধানীর বেইলি রোড এলাকায় বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই, তারা তাদের পছন্দমতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন না। ভোট দিয়ে তারা সরকার পরিবর্তন করতে পারেন না। জাতীয় সংসদ নির্বাচন যেমন ডামি ছিল, চলমান উপজেলা পরিষদ নির্বাচনও ডামি। এতে বিরোধীদল অংশ নিচ্ছে না।
ব্যাংক লুটপাটেরও সমালোচনা করেন বিএনপির এ নেতা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি জাহিদুল কবির, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা জাকির হোসেনসহ আরও অনেকে

ডিসি/এসআইকে/এমএসএ