শাহ্ আহছানুল্লাহ (রহ.) কমপ্লেক্স’র উদ্যোগে বায়েজিদে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম বায়েজিদে মাহফিলে বক্তব্য রাখেন হযরত শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (মা.জি.আ.)।

বিজ্ঞপ্তির সংবাদ : হযরত শাহ্ আহছানুল্লাহ (রহ.) কমপ্লেক্স’র উদ্যোগে মশুরীখোলা আনজুমানে আহসানিয়া বাংলাদেশ ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সার্বিক সহযোগিতায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্’র সভাপতিত্বে বায়েজিদ বোস্তামী শহীদ নগর আরবান হাউজিং সোসাইটি মশুরীখোলা খানকা শরীফে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মশুরীখোলা দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (মা.জি.আ.)। এতে বিশেষ অতিথি ছিলেন শাহজাদা হযরত মাওলানা হাফেজ শাহ মুহাম্মদ সাইফুজ্জামান (এরফান)। প্রধান বক্তা ছিলেন শাহজাদা হাফেজ মাওলানা বদরুদ্দোজা জোনাইদ।

প্রধান অতিথি হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (মা.জি.আ.) বলেন, মানবজাতিসহ সমগ্র সৃষ্টি জগতের অস্তিত্বের উৎস পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.)। মহানবী হযরত মুহাম্মদ (দ.) দুনিয়ায় শুভাগমন করেছেন বলেই মানবজাতিসহ সমগ্র সৃষ্টি জগত অস্তিত্ব লাভ করেছে। তাই, ঈদে মিলাদুন্নবী (দ.) সাড়ম্বরে উদযাপনে এগিয়ে আসা মুসলমানদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ বলেন, মুসলিম মিল্লাতের ঐক্য, সম্প্রীতি ও পারস্পারিক যোগসূত্রের সেতুবন্ধন ঈদে মিলাদুন্নবী (দ.)। মুসলমানরা ঈদে মিলাদুন্নবী (দ.) কে ঘিরে আজ ঈমানি চেতনায় উজ্জ্বীবিত ও উদ্দীপ্ত। আজকের ঈদে মিলাদুন্নবী (দ.) এই দিনে বিশ্বের নিপীড়িত-নিগৃহীত মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিতে হবে আমাদেরকে।

মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন আরবান হাউজিং সোসাইটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইয়াকুব চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ্ব মোহাব্বত আলী খান, কচুখাইন মুহাম্মদীয়া দরবার শরীফের শাহজাদা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাসান, জলিলিয়া রহমানিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ সরওয়ার আজম, বেতাগী আনজুমানে রহমানিয়া চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলহাজ্ব গাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম রেজাউল করিম বাবর, মশুরীখোলা আনজুমানে হাসানিয়া চট্টগ্রাম জেলার সভাপতি মুহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, প্রফেসর হুমায়ুন ইসলামী একাডেমির উপ-পরিচালক মুহাম্মদ ইকরামুল হক জুয়েল, প্রফেসর হুমায়ুন ইসলামী একাডেমির অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ মোজাম্মেল হোছাইন ও মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।