দেশের ফুটবল ভাগ্য নির্ধারণে লড়াই শুরু

ক্রীড়া ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
নানান ঘটনা, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচন।  এই নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারণ হবে দেশের ফুটবলের ভবিষ্যৎ।  সামনের চার বছর সভাপতির পদে কাজী সালাউদ্দিন থাকছেন নাকি এবার গদিতে বসবে নতুন কেউ, জানা যাবে আজই।
রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শনিবার (৩ অক্টোবর) দুপুর ২ টায় ভোট গ্রহণ শুরু হয়েছে।  চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।  ১৩৯ জন ভোটারের ভোটে চূড়ান্ত হবে সভাপতিসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি।  যাদের হাতে আগামি চার বছর থাকবে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব।
নির্বাচনে মূলত লড়াই হচ্ছে সম্মিলিত পরিষদ ও সমন্বয় পরিষদের মধ্যে।  সম্মিলিত পরিষদের ২১ জনের প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন কাজী মো. সালাউদ্দিন।  তবে সমন্বয় পরিষদের ১৯ জনের প্যানেলে নেই কোনো সভাপতি প্রার্থী।  তিনবারের সভাপতি সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানিয়ে বাফুফের প্রধান পদে জয়ী হতে লড়ছেন শফিকুল ইসলাম মানিক।  কোনো প্যানেল নয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই কোচ একাই নির্বাচনে অংশ নিচ্ছেন।  মানিক ছাড়াও সভাপতি পদে মনোনয়ন কিনেছিলেন বাদল রায়।  যদিও শেষ পর্যন্ত তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নেন।  তবে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন না প্রত্যাহার করায় তিনিও থাকছেন এবারের নির্বাচনে।  এর আগে সভাপতি পদে নির্বাচেন করতে ইচ্ছুক তরফদার রুহুল আমিন অদৃশ্য কারণে নিজেকে সকল কার্যক্রম থেকে গুঁটিয়ে নেন।  তিনি ছিলেন সালাউদ্দিনের সবচাইতে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী।  আলোচনা রয়েছে তাকে নির্বাচন না করতে উপর মহল থেকে চাপ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ভোটারদের কারো করোনা উপসর্গ থাকলে তিনি ভোট দিতে পারবেন না।  ভোটকেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে।  কারো শরীরের তাপমাত্রা বেশি ও করোনার অন্যান্য উপসর্গ পরিলক্ষিত হলে তাকে আর কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

ডিসি/এসআইকে/এমএসএ