চাপের মধ্যে দারুণ এক ইনিংস খেলেছেন লিটন

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে উইকেট অক্ষত রেখেছিল বাংলাদেশ।  তবে তৃতীয় সেশনের শুরুতেই এলো বড় ধাক্কা।  দুর্দান্ত ব্যাটিং করা লিটন দাস ফিরে গেছেন প্যাভিলিয়নে।  তার বিদায়ের পরপরই নাঈম হাসান আউট হয়ে গেলে আবার চাপেও বাংলাদেশ।
জোড়া আঘাতে স্বাগতিকরা হারায় অষ্টম উইকেট।  চা বিরতির আগে ৬ উইকেটে ২৭২ রানের স্কোর খানিক সময়ের ব্যবধানে হয়ে যায় ৮ উইকেটে ২৮১।  রাকিম কর্নওয়ালের ঘূর্ণিতে ২ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ।  তাতে ঢাকা টেস্টে আবারও চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ।
মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের বিদায়ের পর এলোমেলো বাংলাদেশের হাল ধরেন লিটন, সঙ্গী হিসেবে পান মেহেদী হাসান মিরাজকে। ফলোঅনের শঙ্কা জাগা দলকে টেনে তুলে ভালো অবস্থানে নিয়ে যান এই উইকেটকিপার ব্যাটসম্যান।  ইনিংস মেরামত করে অষ্টম উইকেটে মিরাজের সঙ্গে গড়েন ১২৬ রানের জুটি। দুজন মিলে কাটিয়ে দেন পুরো এক সেশন।  কিন্তু চা বিরতির পরপরই লিটন ফিরে গেছেন প্যাভিলিয়নে।
কর্নওয়ালের বলে জার্মেইন ব্ল্যাকউডের হাতে ধরা পড়ার আগে ১৩৩ বলে লিটন খেলেছেন ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস।  ১৩৩ বলের ইনিংসটি ডানহাতি ব্যাটসম্যান সাজান ৭ বাউন্ডারিতে।

ডিসি/এসআইকে/এমএস