আইরিশদের হটিয়ে টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
বাংলাদেশ থেকে খালি হাতেই ফিরল আয়ারল্যান্ড উলভস (আয়ারল্যান্ড ‘এ’ দল)।  চারদিনের টেস্টে হার।  চার ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর একমাত্র টি-টোয়েন্টিতেও বাংলাদেশ ইমার্জিং দলের কাছে হারল সফরকারীরা।  মঙ্গলবার (১৬ মার্চ) একমাত্র টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড উলভসকে ৩০ রানে হারিয়েছে সাইফ হাসানের দল।
সাইফ, তৌহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারির দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮৪/৭ রান করে ইমার্জিং দল।  পেসার সুমন খানের দাপুটে বোলিংয়ে পুরো ২০ ওভার টিকতে পারেনি উলভস।  ১৮.১ ওভারেই ১৫৪ রানে অলআউট হয় আইরিশরা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ ইমার্জিং।  ২৪ রানে ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভার ঠিকমতো কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।  ওপেনার সাইফ হাসান ৩৬ বলে ৪৮ রানে ফেরেন।
ব্যাট হাতে ঝড় তোলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও শামীম হোসেন।  ১ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৩৫ বলে ৫৮ রান করেন হৃদয়।  রান আউট হয়ে ফেরার আগে টর্নেডো ইনিংস খেলেন দারুণ ফর্মে থাকা শামীম।  ১১ বলে ২৮ রান করেন ৪ ছক্কার সাহায্যে।
বোলিংয়ে আইরিশদের ব্যাটিং লাইন আপে ধস নামান সুমন খান।  ২১ বছর বয়সী এই ডানহাতি পেসার পুরো ৪ ওভারও বল করেননি।  ৩.১ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।  জাতীয় দলের লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ২ উইকেট শিকার করেন ৩৭ রান খরচায়।  অফস্পিনার তানভীর ইসলামেরও শিকার ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইমার্জিং : ১৮৪/৭ (২০ ওভার) হৃদয় ৫৮, সাইফ ৪৮, শামীম ২৮, ইয়াসির ২২; চেজ ৩৬/২, কার্টিস ১৪/১
আয়ারল্যান্ড উলভস : ১৫৪/১০ (১৮.১ ওভার) টাকার ৩৮, ডহেনি ২৯; সুমন ২৮/৪, তানভীর ৩২/২
ফল : বাংলাদেশ ইমার্জিং দল ৩০ রানে জয়ী।

ডিসি/এসআইকে/এমএসএ