সেঞ্চুরির পরও তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
একের পর এক উইকেটের পতন দেখে কিছুটা মারমুখী হয়ে উঠেছিলেন মাহমুদুল হাসান জয়।  পরপর কয়েকটি চারও মেরেছিলেন।  কিন্তু শেষ রক্ষা হলো না।  দক্ষিণ আফ্রিকার রান থেকে ৬৯ রান পেছনে থাকতেই শেষ ব্যাটসম্যান হিসেবে ১৩৭ রানে আউট হলেন মাহমুদুল হাসান জয়।
মজার ব্যাপার হলো, দক্ষিণ আফ্রিকা শেষ দুই উইকেটে ঠিক ৬৯ রানই যোগ করেছিলে।  জয়ের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৯৮ রান।
টেস্টে এতদিন দক্ষিণ আফ্রিকায় দূরে থাকুক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতেও কোনো টেস্ট শতক ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের।  এই টেস্টে সেই শূন্যতা ঘুচালেন মাহমুদুল হাসান জয়।  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের আগের ব্যক্তিগত সর্বোচ্চ ছিল মুমিনুল হকের।  পচেফস্ট্রুমে ২০১৭ সালে বাংলাদেশের প্রথম ইনিংসে ৭৭ রান করেছিলেন বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক।  এদিন একের পর এক উইকেটের পতনের মুখে দৃঢ়তা দেখিয়ে ২৬৯ বলে শতরান পূর্ণ করেন জয়।  শেষ পর্যন্ত দুই ছক্কা ও ১৫টি চারের বিনিময়ে ৩২৬ বলে করেন ১৩৭ রান।
বাকি ব্যাটসম্যানদের কেউই হাফ সেঞ্চুরি করতে পারেননি।  সর্বোচ্চ স্কোর লিটন দাসের ৪১।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭
বাংলাদেশ প্রথম ইনিংস: ১০৭ ওভারে ২৯৮/১০ (জয় ১৩৭, সাদমান ৯, শান্ত ৩৮, মমিনুল ০, মুশফিক ৭, তাসকিন ১, লিটন ৪১, ইয়াসির ২২, মিরাজ ২৯, খালেদ ০, এবাদত ০*; অলিভিয়ের ১/৩৬, উইলিয়ামস ৩/৫৪, হার্মার ৪/১০৩, মুল্ডার ১/২৩)।

ডিসি/এসআইকে/এমএসএ