রংপুরকে হারিয়ে প্লে-অফে ঢাকা

ক্রীড়া ডেস্ক
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে ঢাকা প্লাটুন। গতকাল বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে বল হাতে দলীয় নৈপুণ্যে ৬১ রানের দাপুটে জয়ে প্লে অফের টিকিট কাটল মাশরাফী বিন মোর্ত্তজার দল।
ঢাকার দেয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৪ রানেই অল আউট হয়ে যায় রংপুর। রান তাড়ায় শুরু থেকেই আসা যাওয়ার মাঝে ছিল রংপুরের ব্যাটসম্যানরা। আল আমিন, ক্যামরণ ডেলপোর্ট ও মোহাম্মদ নবী করেন যথাক্রমে ২৩, ২০ ও ১২ রান। এছাড়া আর কেউই দুই অংকের ঘরে রান করতে পারেননি।
ঢাকার স্পিনার মেহেদী হাসান একাই নেন ৩ উইকেট। এছাড়া মাশরাফী বিন মোর্ত্তজা, ফাহিম আশরাফ ও শাদাব খান দু’টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন। শুরু থেকেই রানের লাগাম চেপে ধরে রংপুরের বোলাররা। হাত খুলে খেলতে পারেননি ঢাকার কোনো ব্যাটসম্যান। তামিম ইকবাল ও শাদাব খান ছাড়া আর কেউ বলার মতো রান পাননি।
ওপেনিংয়ে নেমে ৩৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন তামিম। শেষ দিকে শাদাব খানের ১৯ বলে ৩১ রানের ক্যামিও ইনিংসের কল্যাণে লড়াই করার মতো সংগ্রহ পায় ঢাকা। দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ১৩ রান করেন আরিফুল হক।
রংপুরের বোলারদের মাঝে তিনটি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এছাড়া মোহাম্মদ নবী দু’টি উইকেট লাভ করেন।
এবারের আসরে লিগ পর্ব থেকেই মিশন শেষ করেছে সিলেট থান্ডার। ঢাকার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে-অফের দৌঁড়ে এখন টিকে আছে খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।

ডিসি/এসআইকে/ক্রীডে