নয়াপল্টন এলাকায় ছিল না মোবাইল ইন্টারনেট কানেকশন

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার পর হঠাৎ করেই তা বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে সংবাদকর্মীরা ভোগান্তিতে পড়ছেন। নেতা-কর্মীরাও অনলাইনে যোগাযোগ করতে পারছেন না।
তবে বিএনপির নিজস্ব ব্যবস্থাপনায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ করা হয়।
বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বলেন, ‘দুপুরের আগ থেকেই মহাসমাবেশ এলাকায় ইন্টারনেট সুবিধা বিচ্ছিন্ন করা হয়েছে বলে সংবাদকর্মীরা ভোগান্তিতে পড়েছেন। এই সরকার ফ্যাসিবাদি কায়দায় নাগরিক অধিকার ক্ষুন্ন করছে। রাষ্ট্রের কাজ নাগরিকের অধিকার রক্ষা করা কিন্তু এই সরকার সবসময়ে তার উল্টোটা করছে। ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র হরণ করেছে, সকল মানবাধিকার ধ্বংস করেছে’।

ডিসি/এসআইকে/এমএসএ