চট্টগ্রামে ভারি বর্ষণ হতে পারে

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
চট্টগ্রামে ভারি বর্ষণ হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।  সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘের কারণে এতোমধ্যে চট্টগ্রামে ভোরগত রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে।  এ ভারি বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ধস হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) দুপুর ১২ টায় পতেঙ্গা আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।  আবহাওয়াবিদ বজলুর রশিদ সাক্ষরিত ওই বুলেটিনে বলা হয়, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় গভীর সঞ্চালনশীল মেঘের কারণে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।  ভারি বর্ষণের মাত্রা হতে পারে ৪৪-৮৮ মিলিমিটার।  এছাড়া ভারি বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসও হতে পারে বলে সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে।

ডিসি/এসআইকে/এসজেএ