আবারও বৃষ্টি হতে পারে যখন

আবহাওয়া ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
সাগরে লঘুচাপের কারণে আগামীতে আরো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।  তবে আজ তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।  তিনি বলেন, সাগরে লঘুচাপের কারণে আগামী ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিন থেকে চারদিন আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  তবে আজ দুপুর ১টা পর্যন্ত দেশের সমুদ্রবন্দর ও নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।
তিনি বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
এ কারণে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।  এছাড়া দেশের অন্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

ডিসি/এসআইকে/এমএসএ