ঘন কুয়াশার কারণে সাড়ে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনা এড়াতে শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে রবিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
ফেরি সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্টতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।  রবিবার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।  পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় সাড়ে ৩০০ যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

ডিসি/এসআইকে/এমএস